Top
সর্বশেষ

জবি নটরডেমিয়ান সোসাইটির সভাপতি ইমন সম্পাদক আরাফাত

১৬ এপ্রিল, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
জবি নটরডেমিয়ান সোসাইটির সভাপতি ইমন সম্পাদক আরাফাত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নটরডেমিয়ান সোসাইটির নির্বাচনে সভাপতি পদে রাফসান শরিফ ইমন ও সম্পাদক পদে মো. আরাফাত হোসেন খান জয়লাভ করেছেন। কার্যনির্বাহী পরিষদের ১৮টি পদের মধ্যে ১০টি পদের বিপরীতে অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্য ৮টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়। কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে বিজয়ী বাকিরা হলেন, সহ-সভাপতি ইয়াসির আরাথ, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় গোমেজ, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান সাবা, দফতর সম্পাদক মো. মেহেদি হাসান, অর্থ সম্পাদক আলী ইবনে রেজা পাহলভী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিব আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক কে এম নাবিউল হাসান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক নীলয় কুমার, ছাত্রকল্যাণ সম্পাদক জাহিদুল আবেদিন খান, ক্রীড়া সম্পাদক রাকিব খান রামিম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. রাফসান জামিল রাজু। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছে সাইফুল ইসলাম খান, সোহান মোল্লা, কাজী নুরুল ইসলাম বাঁধন ও আহাদুজ্জামান মুন্না।

নটরডেমিয়ান সোসাইটি অব জবির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এন আই আহমেদ সৈকত বলেন, নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের সমন্বয়ে গঠিত নটরডেমিয়ান সোসাইটি অব জবি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় অনলাইন প্লাটফর্মে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ তাদের দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখবে।

শেয়ার