আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর আধাঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। এই সময়ে বৃষ্টি আমের গুটির জন্য স্বস্তির হলেও ক্ষতির কারন বৃষ্টির সাথে হওয়া ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ইফতার পর সন্ধ্যার সাড়ে ৭টার দিকে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। আধাঘন্টা ধরে বৃষ্টি হলেও শিলা চলে প্রায় ১০-১৫ মিনিট ধরে।
সদর উপজেলার গোবরাতলা, বারোঘরিয়া, বালিয়াডাঙ্গা, ইসলামপুর, সুন্দরপুর ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, মনাকষা, দলর্ভপুর, কানসাট, বিনোদপুরসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে।
তবে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ছাড়া অন্য কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া যায়নি। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাতে বৃষ্টি বা শিলাবৃষ্টি কিছুই হয়নি।
শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিরামপুরের আমচাষী জিয়াউর রহমান বলেন, রবিবার সন্ধ্যার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০-১৫ মিনিট ধরে চলে। এতে ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক আম ঝরে পড়েছে। অনেক আমে দাগ পড়ে নষ্ট হয়ে গেছে।
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-মহেশপুর গ্রামের আমচাষী দুরুল ইসলাম জানান, কয়েকদিন থেকে যে পরিমান তাপদাহ চলছে তাতে একটি বৃষ্টির খুবই দরকার ছিল। রবিবারের বৃষ্টি আমের গুটির জন্য দারুন উপযোগী। কারন বৃষ্টির পানি পেয়ে আমের গুটি এখন দ্রুতবর্ধন ঘটবে। তবে শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক আম ঝরে পড়েছে।
শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সাধারণ সম্পাদক ইসমাঈল খান শামীম বলেন, শিলাবৃষ্টির আকার সাইজে খুব বড় নয়। কিন্তু আমের গুটিগুলো এখনো বড় হয়নি। তাই আমের বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, ধানের পুরোপুরি এখন ফলন হয়নি। তাই খুব বেশি ক্ষতি না হলেও ঝড়ো হাওয়ার কারনে মাটিতে নুইয়ে পড়েছে ধানগাছ। এতে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে। এমনকি ফলন কমে যাবে। তবে বৃষ্টির পানি এই মূহুর্তে ধানচাষের জন্য ভালোই হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ মো. ইউসুফ জানান, এইসময়ে একটি বৃষ্টি প্রত্যাশিত ছিল আমচাষীদের জন্য। বৃষ্টির ফলে আমের গুটির ঝরে পড়া অনেকাংশেই কমে যাবে যাবে। এমনকি ফলনের দ্রুতবর্ধন ঘটবে। তবে এবছর এমনিতেই আমের ফলন কম। তার উপর বৃষ্টির সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন আম ঝরে পড়েছে, তেমনি অন্যদিকে যে আমের উপর শিলা পড়েছে সে আম নষ্ট হয়ে গেছে। এতে আমের ফলন আরও কমে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় ২০ মিলিমিটার করে ও নাচোল উপজেলায় ৫ মিলিমিটার বৃষ্টির পানি রেকর্ড করা হয়েছে। গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়নি। এদিকে শিবগঞ্জ ও সদর উপজেলায় অনেক শিলাবৃষ্টি হয়েছে। আমের পাশাপাশি এই বৃষ্টির পানি ধানের জন্যেও উপকারী। বৃষ্টির পাশাপাশি হওয়া শিলাবৃষ্টি ধান ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এইমূহুর্তে ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাবে না।
উল্লেখ্য, এবছর চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। প্রায় ৫৫-৬০ লাখ গাছে চলতি মৌসুমে কৃষি বিভাগ জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। গতবছর জেলায় ৩৫ হাজার হেক্টর জমিতে আড়াই লাখ মেট্রিক টন এবং তার আগের বছর ৩৩ হাজার হেক্টর জমিতে ২ লক্ষ ৪৫ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে।
এছাড়াও চলতি বোরো মৌসুমে ৫০ হাজার ২০০ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। চলতি মৌসুমে ৩ লাখ ৩০ হাজার ৫৮৫ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।