চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটভাটায় পোড়ানো হচ্ছে মেলামাইনের থালার উচ্ছিষ্ট অংশ ও টুকরো, বিভিন্ন প্লাস্টিকের অংশ এবং বোতাম।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের একজন মালিকের তিনটি ভাটায় এসব দ্রব্য পোড়ানো হচ্ছে। কয়লা ও খড়ির সাথে মিশিয়ে ইট পোড়ানোর জন্য আগুনে দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল পরিদর্শনে এসব প্লাস্টিক দ্রব্য ও বোতাম পোড়ানোর সত্যতা মিলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মো. বজলার রহমান ওরফে ভেজালীর মালিকানাধীন মেসার্স রুপালী হাওয়া ব্রিকস, মেসার্স রুপালী-১ হাওয়া ব্রিকস ও মেসার্স রুপালী-২ হাওয়া ব্রিকসে এসব পোড়ানো হচ্ছে। স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ, এসব প্লাস্টিক ও বোতাম পোড়ানোর সময় ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ভাটার আশেপাশের এলাকায়। কৃষি জমিতেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
ইটভাটায় খড়ির সাথে মেলামাইন, প্লাস্টিক দ্রব্য ও বোতাম পোড়ানোর কথা স্বীকার করেছেন একাজে নিয়োজিত শ্রমিকরা। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, গতবছরের তুলনায় চলতি বছরে কয়লায় দাম প্রায় দ্বিগুণ। তাই বাধ্য হয়েই প্রায় সব ইটভাটায় এবছর খড়ি পোড়ানো হচ্ছে। ইটভাটায় পুড়ানো মেলামাইনের টুকরো, প্লাস্টিক দ্রব্য ও বোতামের দাম কম। তাই খড়ি ও কয়লার সাথে মিশিয়ে আগুনে পোড়ানো হচ্ছে এসব।
তরিকুল ইসলাম নামের একজন ভাটা শ্রমিক জানান, কয়লার সাথে মিশিয়ে ভাটার আগুনে এসব পোড়ানো হলে ইটের গায়ের রং ভালো হয়। তাতে ক্রেতাসন্তুষ্টি বাড়ে এবং বিক্রিও বেশি হয়। এমনকি এসব প্লাস্টিক দ্রব্য, মেলামাইন ও বোতাম দীর্ঘ সময় ধরে আগুনে পুড়ে। এসব জিনিস কয়লার প্রায় অর্ধেক ১২-১৩ হাজার টাকা টন হিসেবে কিনে নেয়া হয়েছে।
স্থানীয় আমচাষী মো. আলামিন বলেন, গত কয়েকদিন থেকে ইটভাটায় কি পুড়ানো হচ্ছে আল্লাহই ভালো জানে। যখন পুড়ানো হয়, তখন প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। পরে শুনেছি, কয়লার সাথে প্লাস্টিকের মেলামাইন পুড়াচ্ছে তারা। এমনিতেই খড়ির ধোঁয়ার কারনে আম নষ্ট হয়ে যায়। আমের সাইজ বড় না। এসবের ধোঁয়াতে আরও বেশি ক্ষতি হতে পারে।
আম ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ভাটা মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে ইটভাটায় এসব পুড়িয়ে ইট তৈরি করছে। তারা স্থানীয় বাসিন্দা ও ফসলের বিষয়ে উদাসীন। আমাদের কি ক্ষতি হলো, কেমন বিপদে পড়লাম এসব ভাবার সময় নাই। স্থানীয় প্রশাসনও এসব অবৈধ কাজের জন্য কোন ব্যবস্থা নেয় না।
ইটভাটার ম্যানেজার তোজাম্মেল হক বলেন, কয়লার দাম গতবছরের তুলনায় অনেক বেশি। ২৪ হাজার টাকা টন করে বিক্রি হচ্ছে কয়লা। তাই বাধ্য হয়েই আমরা গত ১৫ দিন থেকে খড়ি পুড়িয়েছি। পরীক্ষামূলকভাবে আমরা এসব প্লাস্টিক দ্রব্য প্রায় ৯-১০ টন নিয়ে এসেছিলাম। এখনও কিছু মিশ্রণ পড়ে রয়েছে।
প্লাস্টিক দ্রব্য ও বোতাম পোড়ানোর কথা স্বীকার করেন মেসার্স রুপালী হাওয়া ব্রিকস, মেসার্স রুপালী-১ হাওয়া ব্রিকস ও মেসার্স রুপালী-২ হাওয়া ব্রিকস ইট ভাটার মালিক বজলার রহমান ওরফে ভেজালী। তিনি জানান, পরীক্ষামূলকভাবে কয়েকটন নিয়ে আসার পর এর ফলাফল ভালো না হওয়ায় এখন এসব পোড়ানো বন্ধ আছে। তবে এতে দুর্গন্ধ ছড়ায় না। এমনকি ফসল বা পরিবেশের জন্যেও এসব পোড়ানো ক্ষতিকর নয়।
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বলেন, স্বাভাবিক ইটভাটার ধোঁয়া গাছপালা ও ফসলের জন্য ব্যাপক ক্ষতিকর। তবে প্লাস্টিক দ্রব্য, মেলামাইন ও বোতামের ধোঁয়া আরও ক্ষতিকর। ইটভাটার আশেপাশে থাকা আম ও বিভিন্ন ফসলে ব্যাপক ক্ষতি হবে এসব ধোঁয়ায়। বিশেষ করে আমের স্বাভাবিক বৃদ্ধি হবে না এবং ফলন ঝরে পড়বে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বী মুঠোফোনে জানান, এবিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেয়। তবে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।