Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে ন্যাশনাল পলিমার

১০ জানুয়ারি, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে ন্যাশনাল পলিমার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২০ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯০ বারে ২ লাখ ৮ হাজার ৫৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৮১ বারে ৯০ লাখ ৭ হাজার ৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা দুলা মিয়া কটনের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫ বারে ১৯ হাজার ৮৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-প্রিমিয়ার ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০২ শতাংশ, জিলবাংলার ৫ দশমিক ৬৫ শতাংশ , ফু-ওয়াং সিরামিকের ৫ দশমিক ০৭ শতাংশ , বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০৭ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০১ শতাংশ, বারাকা পাওয়ারের ৪ দশমিক ৬৭ শতাংশ ও বেঙ্গল উইন্ডসের ৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার