Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে টাকা ও সাড়ে ১৭ কেজি রুপাসহ চোরাকারবারি আটক

১৯ এপ্রিল, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে টাকা ও সাড়ে ১৭ কেজি রুপাসহ চোরাকারবারি আটক
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে মিজানুর রহমান (৩৩) নামের মানিকগঞ্জের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৮ লক্ষ ১৫ হাজার টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা উদ্ধার করা হয়।

১৮ এপ্রিল সোমবার রাত ১০ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় রুপা এন্টারপ্রাইজ নামে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের মহিবুর রহমানের ছেলে ।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তানভিরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও রোড থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। তারপর শহরের সবকটি পয়েন্ট পুলিশ পাহাড়া জোরদার করি। কোচটি শহর চৌরাস্তায় আসলে থামিয়ে কোচের ভেতর থেকে তাকে আটক করা হয়।

ওসি জানান, এ সময় তার কাপড়ের ব্যাগ থেকে নগদ টাকা ও রুপা উদ্ধার করা হয়েছে। অবৈধ ভাবে টাকা ও রুপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে মিজানুর। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার