Top
সর্বশেষ

গ্রাহকদের জন্য লেনোভো’র বিশেষ অফার

২০ এপ্রিল, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
গ্রাহকদের জন্য লেনোভো’র বিশেষ অফার

বৈশাখ উপলক্ষ্যে গ্রাহকদের ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে লেনোভো। গ্রাহকরা ইয়োগা, আইডিয়াপ্যাড ও লিজিয়ন ব্র্যান্ডের সকল কনজ্যুমার নোটবুক, ডেস্কটপ এবং অল-ইন-ওয়ান পিসিতে এই ওয়ারেন্টি সুবিধা পাবেন।

সময়ের সাথে সাথে আন্তর্জাতিক বাজারে লেনোভো আরও উন্নতি ও জনপ্রিয়তা লাভ করছে। ব্র্যান্ডের প্রিমিয়াম পণ্যগুলো চলতি বছরে এই পর্যন্ত ৩৫% ব্যবসা করে ভোক্তাখাতে বিরাট সফলতা অর্জন করেছে, যা এই যাবতকালে সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। কমার্শিয়াল ব্যবসা, বিশেষ করে ওয়ার্কস্টেশনগুলো প্রায় ৭৩% ওয়াই-ও-ওয়াই বৃদ্ধি পেয়েছে এবং বছর শেষে ১৩৪% ওয়াই-ও-ওয়াই বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য ইউনিটে সর্বোচ্চ আয়ের মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি দেশের গেমিং মার্কেট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেন্ড ধরে রাখতে ও গেমারদের চাহিদা পূরণে ১৮.৫ থেকে শুরু করে ৪৪ ইঞ্চি পর্যন্ত মনিটর বাজারে আনছে ব্র্যান্ডটি।

লেনোভো ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ওভারসিজের ভোক্তা খাতের মহাব্যবস্থাপক নাভীন কেজরিওয়াল বলেন, “গ্রাহকদের ব্যবসার কেন্দ্রে রেখে কার্যক্রম পরিচালনাই আমাদের মূল লক্ষ্য এবং এর উপর ভিত্তি করেই আমাদের সকল উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়। লেনোভো’র সকল কনজ্যুমার পিসিতে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা প্রদানের মাধ্যমে আমরা বাঙালির পহেলা বৈশাখ উদযাপনে অংশগ্রহণ।”

শেয়ার