Top
সর্বশেষ

ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

২০ এপ্রিল, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে জাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 
জাবি প্রতিনিধি  :

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেটের ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২০ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

যারা এই ধরণের ঘটনায় জড়িত তাদের বলতে চাই, ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি।

শেয়ার