Top

কুড়িগ্রামে এক রাতেই ৫০ হেক্টর ফসল নিমজ্জিত

২০ এপ্রিল, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
কুড়িগ্রামে এক রাতেই ৫০ হেক্টর ফসল নিমজ্জিত
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :

কুড়িগ্রামে এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ৫০ হেক্টর বোরোধান ও ভুট্ট ক্ষেত। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাতভর বৃষ্টির ফলে নীচু এলাকার ফসল তলিয়ে যায়। শুক্রবার ধান ক্ষেত পরিদর্শনে এসে কৃষকের এখন মাথায় হাত।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, বৃষ্টির ফলে শুধুমাত্র ফুলবাড়ী উপজেলায় ১৫ হেক্টর বোরাধান এবং ১০ হেক্টর ভুট্টাক্ষেত তলিয়ে গেছে বলে তথ্য এসেছে। এছাড়া অন্যান্য উপজেলাগুলো থেকে কোন তথ্য পাওয়া যায়নি বলে তারা নিশ্চিত করেছেন। এদিকে বৃষ্টির ফলে সদর উপজেলাসহ অন্যান্য উপজেলাগুলোতেও ফসলের ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ২ হেক্টর বোরোধান নিমজ্জিত হলে কৃষকরা সে ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। এখন গরুকে খাওয়ানো ছাড়া সেই ধান কোন কাজে লাগবে না। চলতি বছর চরাঞ্চল অববাহিকায় দেড় হাজার হেক্টর বোরো ধান আবাদ হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। সেসব ক্ষেতের অধিকাংশ এখন পানিতে নিমজ্জিত হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ নওয়াবশ গ্রামের কৃষক তালেব আলী জানান, হঠাৎ বৃষ্টিতে সবধান পানিতে তলিয়ে গেল। এখন আর কিছুই পাওয়া যাবে না। তাই কাচা-পাকা ধান কেটে গরুকে খাওয়াচ্ছি। আমার আড়াই বিঘা জমির ধানের খরচ লোকসান হল।

কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শামসুদ্দিন মিঞা ফুলবাড়ীতে ২৫ হেক্টর ফসল তলিয়ে যাওয়ার কথা নিশ্চিত করে জানান, আবহাওয়ার উন্নতি হলে এসব ফসলের তেমন একটা ক্ষতি হবে না। তবে আবার বৃষ্টি হলে ক্ষতি আটকানো যাবে না। তবে বৃষ্টির ফলে উঁচু এলাকার ফসলের উপর তেমন একটা প্রভাব ফেলেনি বলে তিনি জানিয়েছেন।

 

শেয়ার