করোনায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর সড়ক পথে টুরিস্ট ভিসা চালু হলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছে না পাসপোর্টধারী যাত্রীরা। তবে বিভিন্ন রুট দিয়ে ভারতে যাওয়া যাত্রীরা দেশে ফিরতে পারছেন এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্টে এসে ভারত যেতে না পারায় ফিরে যাচ্ছে।
দেশের অনেক সীমান্ত খুলে গেলেও ভারতীয় ইমিগ্রেশন যাত্রী প্রবেশের অনুমতি না দেয়ায় সোনামসজিদ চেকপোস্ট দিয়ে যেতে না পারায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের। সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে কাছে হলেও দেশের দূরের বিভিন্ন চেকপোস্ট ও আকাশপথে ভারতে যাচ্ছেন বাংলাদেশী যাত্রীরা। যাদের সিংহভাগই যাচ্ছেন চিকিৎসা করাতে। এতে সময়, খরচ ও দুর্ভোগ রোধে এ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে টুরিস্ট ভিসা চালুর দাবি স্থানীয়দের।
সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ মার্চ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করে দেয় সরকার। করোনার সংক্রম কমে আসায় প্রায় ১৪ মাস পর ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। তবে এতে শুধুমাত্র ভারত থেকে পাসপোর্ট যাত্রীরা এই চেকপোস্ট ব্যবহার করে দেশে আসতে পারছেন। তবে ভারত অভ্যন্তরে সমস্যার কারণে এই রুট ব্যবহার করে ভারতে যেতে পারছে না পাসপোর্ট যাত্রীরা। সোনামসজিদ ইমিগ্রেশন যাত্রী যাওয়ার কোন বাধা না দিলেও ভারতীয় ইমিগ্রেশন নিতে চাই না বলে জানা গেছে।
গত মার্চের ১৫ তারিখ বেনাপোল হয়ে ভারতে গিয়ে আকাশপথে দেশে ফিরেছেন আমির আলী। স্ত্রীর চিকিৎসা করাতে ১৩ দিন ভারতের চেন্নাইতে ছিলেন তিনি। আমীর আলী বলেন, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে আমরা চিকিৎসার কাজে ঢাকার থেকে কাছে ও সুবিধা মনে করি ভারতে যাওয়াকে। করোনাকালীন সময়ের উন্নতি হওয়ার পরেও কেন সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বাংলাদেশী যাত্রী প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়।
সম্প্রতি ভারতে ছেলের চিকিৎসা করিয়েছিলেন রাজনীতিবিদ হাম্মাদ আলী। তিনি জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য বিমানপথে ভারতে গেছিলাম। কিন্তু সড়কে গেলে আমার যা খরচ হয়েছে, তার অর্ধেকও হতো না। সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চালু থাকলে কম খরচ ও অল্প সময়ে আমি ভারতে যেতে পারতাম। কারন এই পথে ওপারে গেলেই মালদা। এরপরে ট্রেনপথে খুব দ্রুত ও কম খরচে কলকাতা, মাদ্রাজ যাওয়া যায়। কিন্তু এখান দিয়ে ভারতে প্রবেশের সুযোগ নেই।
ভারতীয় ভিসা প্রসেসিং, সেখানকার চিকিৎসকদের সাক্ষাতের কাজ করে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রাজারামপুরের আতিক আলী। তিনি বলেন, করোনার কারনে বন্ধ হওয়ার পর এখনও খুলে দেয়া হয়নি ভারতীয় ইমিগ্রেশন। যাদের চিকিৎসা চলমান ছিল, তারা এখান দিয়ে যেতে পারছেন না। এমনকি নতুন রেগীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকেই খোঁজ-খবর রাখছে। চালু হলেই যাওয়া শুরু হবে। সবদিক বিবেচনায় দুই দেশ আলোচনা করে ভারতীয় ইমিগ্রেশন চালুর দাবি জানান তিনি।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক মোজাম্মেল হক বলেন, এই ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের কারণে আমরা সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ীরা ভোগান্তির মধ্যে পড়েছি। কারণ আগে ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল। ভারতে গিয়ে মালামাল দেখে আমদানি করতাম, কিন্তু এখন আর তা হয় না। ভারতে পণ্য দেখায় একটা আর ব্যবসায়ীরা পাঠায় আরেকটা, এতে করে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিতে পড়তে হয়।
সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মক্রতা উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বলেন, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছর মে মাসের দিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। তবে শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা আসতে পারছেন এই ইমিগ্রেশন দিয়ে। কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছেন না। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনীহা প্রকাশ করায় যাতায়াত শুরু হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করলেই যাতায়াত শুরু হবে। তবে বর্তমানে ভারত থেকে প্রতিদিন কয়েকজন করে যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে এই চেকপোস্ট দিয়ে।
এবিষয়ে কথা বলতে বাংলাদেশের রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এবং কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।