Top

জামিন পেলেন সৈয়দপুর পৌরসভা মেয়র বেবি

২০ এপ্রিল, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
জামিন পেলেন সৈয়দপুর পৌরসভা মেয়র বেবি
নীলফামারী প্রতিনিধি :

প্রতারণার মামলায় জামিন পেলেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি।

বুধবার নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক মো. জাহেদুল হক তাঁর জামিন মঞ্জুর করেন।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির বিরুদ্ধে সৈয়দপুর আমলী আদালতে প্রতারণার মামলা টি দায়ের করেন শহরের বাঙ্গালিপুর নিজপাড়ার বাসিন্দা গাউসুল আযম ফারুকী। মামলায় তিনি অভিযোগ করেন তার নির্মাণাধীন ছয়তলা ভবনে লিফট স্থাপনের নকশা অনুমোদনের জন্য পৌর মেয়র রাফিকা আকতার জাহানের দ্বারস্থ হন। এ সময় রাফিকা আকতার তার কাছে এক লাখ টাকা দাবি করেন।

২০২০ সালের ২১ ডিসেম্বর এবি ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখায় চেকের মাধ্যমে ওই টাকা প্রদান করেন ফারুকী। মেয়রের ব্যক্তিগত সহকারী হাসানুজ্জামান আজম ওই সালের ২৩ ডিসেম্বর ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। এরপর ফারুকী ২০২১ সালের ২২ আগস্ট মেয়রের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে গেলে মেয়র নকশা অনুমোদনের জন্য আবারও এক লাখ টাকা দাবি করেন। ১৬ সেপ্টেম্বর ফারুকী আবারও মেয়রের কাছে নকশা অনুমোদনের জন্য গেলে তিনি পূর্বের টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেন। এঘটনায় মামলা হলে আদালত মামলাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দেন। সিআইডির পরিদর্শক একেএম খন্দকার মহিবুল দীর্ঘ তদন্ত শেষে দন্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় গত ২৮ ফেব্রুয়ারী আদালতে প্রতিবেদন দাখিল করেন।

মেয়র রাফিকা আকতার জাহান ওই মামলায় উচ্চ আদালতে জামিন প্রার্থণা করলে আদালত আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সে নির্দেশে বুধবার নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

বাদি পক্ষে আইনজীবী নূর আসাদুজ্জামান মিশন পৌর মেয়রের জামিনের বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘ আসামী প্রভাবশালী হওয়ায় মহামান্য হাই কোর্টে আগাম জামিন প্রার্থনা করেন। বুধবার আসামী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।’

 

শেয়ার