Top

কুড়িগ্রামে নারী মাদক ব্যবসায়ী আটক

২১ এপ্রিল, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে নারী মাদক ব্যবসায়ী আটক
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে ময়না বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। ওই নারী উপজেলার বোয়ালমারী গ্রামের নুর মোহাম্মদ এর স্ত্রী। 
বুধবার (২০ এপ্রিল)  দুপুরে উপজেলার গড়ের ব্রিজের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে  ৪শ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ মন্তাছের বিল্লাহ।
পুলিশ জানায়, বুধবার (২০ এপ্রিল)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গড়ের পাড় এলাকায় তল্লাশি চালিয়ে ওই নারীকে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে। ওই নারীর বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে।
শেয়ার