Top

দেড় ঘণ্টায় লেনদেন ৬৫৪ কোটি টাকার

১১ জানুয়ারি, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টায় লেনদেন ৬৫৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, দর কমেছে ১৫৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৭৬লাখ ৭৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৮৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯ লাখ ৩ হাজার টাকা।

শেয়ার