Top
সর্বশেষ

জাবির ভর্তি পরীক্ষা হবে ৫ ইউনিটে

২১ এপ্রিল, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
জাবির ভর্তি পরীক্ষা হবে ৫ ইউনিটে
মেহদী ইসলাম, জাবি :

২০২১-২২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

তিনি বলেন, ‘এবছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে মোট ৫টি অনুষদে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘দীর্ঘ সময় ধরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েন। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দূর্ভোগ লাগবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি।

শেয়ার