Top

মাগুরার শালিখাতে ৫ টি চোরাই সাইকেল সহ একজন গ্রেফতার

২২ এপ্রিল, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
মাগুরার শালিখাতে ৫ টি চোরাই সাইকেল সহ একজন গ্রেফতার
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার শালিখা উপজেলায় ৫টি চোরাই বাই সাইকেল সহ এক চোর ও ২ জন ক্রেতাকে আজ গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। । তালখড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম জানান, ঈদের সময় অপরাধী চক্র বেপরোয়া হয়ে হঠে। এ সময় পুলিশের বিশেষ অভিযানে বাইসাইকেল চোর কুশখালী গ্রামের মৃত আবুল বিশ্বাসের পুত্র আব্দুল আহাদ(২০)কে একটি চোরাই সাইকেল সহ হাতেনাতে পুলিশ তালখড়ী বাজার থেকে আটক করে।তার দেয়া তথ্য ভিত্তিতে ছান্দড়া গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের পুত্র লাল মিয়া মন্ডলকে ২ টি চোরাই সাইকেল ও ঝিনাইদাহের কালীগঞ্জের খদ্দ তালিয়ান গ্রামের মৃত মোঃখোরশেদ আলী বিশ্বাসের পুত্র ফজলু বিশ্বাস(৬৭) কে ২ টি সাইকেল সহ আটোক করে।এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।

শেয়ার