Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে অনলাইন গ্রুপ ‘উদ্যোক্তা সূচি’র’ বর্ষপূর্তি ও ইফতার মাহফিল

২৩ এপ্রিল, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে অনলাইন গ্রুপ ‘উদ্যোক্তা সূচি’র’ বর্ষপূর্তি ও ইফতার মাহফিল
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় উদ্যোক্তা গ্রুপ “উদ্যোক্তা সূচি’র” বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে শহরের স্প্রিং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। “উদ্যোক্তা সূচি’র” বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তা ও কারুপণ্যের স্বত্তাধিকারী চন্দনা ঘোষ, গ্রুপ এডমিন রোজিনা আক্তার, মডারেটর রানী, তামান্না, সাদিয়া সাইফ প্রেমা, মেঘলা সূচি, রোমানা ইসলাম জেরিন, মিতু আক্তার, জেরিন তাসনিম বর্ষাসহ গ্রুপের অন্যান্য সদস্যরা।
গ্রুপের এডমিন রোজিনা আক্তার বাণিজ্য প্রতিদিনকে জানান, আমাদের মূল উদ্দেশ্য হল স্বল্প পূজিতে ভালভাবে স্বাভলম্বী হওয়া । সদস্যদের অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ পর্যন্ত ৮টি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। এতে করে উদ্যোক্তারা অল্প পূজিতে কাঠের বিভিন্ন গয়না, হ্যান্ড প্রিন্ট, মেহেদী, ফটোগ্রাফি, মেক আপ, হলুদের গয়না ও দক্ষতা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে। সফল উদ্যোক্তা ব্যক্তিগণ বিনামূল্যে এ সকল প্রশিক্ষণ প্রদান করে থাকে। ‘চল শিখি’ উৎসবের মাধ্যমে বিনামূল্যে গ্রুপের উদ্যোক্তাগণ সামনের দিনে আরও এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য যে, “উদ্যোক্তা সূচি’র” এক বছরে সদস্য সংখ্যা প্রায় ১৮ হাজার। সামনের দিনে আরও ভাল কিছু উপহার দেওয়ার আশায় কাজ করছে গ্রুপটি।
শেয়ার