Top

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

১১ জানুয়ারি, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১০ হাজার ৭৩৯ বারে ২ কোটি ৩৪ লাখ ৬২ হাজার ৫৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬৫ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রবি আজিয়াটার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৯৬৩ বারে ৩৪ লাখ ২২ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২৯ বারে ২০ লাখ ২৫ হাজার ৫১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –পাওয়ার গ্রীডের ৯ দশমিক ৯০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৭৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৫২ শতাংশ, এপোলো ইস্পাতের ৯ দশমিক ০৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬৬ শতাংশ ও রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

শেয়ার