Top
সর্বশেষ

দর পতনের শীর্ষে সোনালী আঁশ

১১ জানুয়ারি, ২০২১ ৪:০৪ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে সোনালী আঁশ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৩০ বারে ৪৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৭০ বারে ২৪ লাখ ৬ হাজার ১৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭ বারে ২৯ হাজার ৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৫ দশমিক ৭৮ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪ দশমিক ৯৪ শতাংশ , ইয়াকিন পলিমারের ৪ দশমিক ৯২ শতাংশ , অ্যাসোসিয়েট অক্সিজেনের ৪ দশমিক ৮৪ শতাংশ, জাহিন টেক্সের ৪ দশমিক ৬১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের  ৪ দশমিক ৫৪  শতাংশ ও  গোল্ডেন হার্ভেসটের ৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার