Top
সর্বশেষ

ডিআইইউতে ঈদের ছুটি ১১ দিন

২৪ এপ্রিল, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
ডিআইইউতে ঈদের ছুটি ১১ দিন
ইসমাম হোসেন, ডিআইইউ :

ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)

রোববার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এতথ্য জানা যায় । এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে মূলত এই ছুটি।

উল্লিখিত ছুটিতে সব বিভাগের ক্লাস এবং প্রতিটি ক্যাম্পাসের অফিস বন্ধ থাকবে। তবে, ভর্তি সংক্রান্ত কাজের জন্য পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার