সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৫৪৩টি শেয়ার ৮৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬১ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪২ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৩৪ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসএস স্টিলের।।
এছাড়া বিকন ফার্মার ৪০ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২২ লাখ ৫০ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ১ কোািট ৯৩ লাখ ৮০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৪৫ লাখ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ২০ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭২ হাজার টাকার, ডিবিএইচের ৫২ লাখ ৩৪ হাজার টাকার, ফাইন ফুডসের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৭৪ লাখ ৮৪ হাজার টাকার, আইডিএলসির ১৬ লাখ ৬ হাজার টাকার, ইফাদ অটোসের ১ কোটি ৫৯ লাখ টাকার, আইএফআইসির ৬ লাখ ১৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪০ হাজার টাকার, লিনডে বিডির র৪৭ লাখ ৫৬ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪২ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৮ লাখ ১০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৪৭ লাখ ১ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১০ লাখ ৩০ হাজার টাকার, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৩ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৫১ হাজার টাকার, রবি আজিয়াটার ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৭২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩০ লাখ ৯৫ হাজার টাকার, সোনালী পেপারের ১০ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৩ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৫০ লাখ ৪০ হাজার টাকার এবং ওয়ালটনের ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।