Top
সর্বশেষ

টাঙ্গাইলে সিলিং ফ্যান ছিঁড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

২৪ এপ্রিল, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
টাঙ্গাইলে সিলিং ফ্যান ছিঁড়ে প্রাণ গেল দুই ভাইয়ের
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে মায়ের সামনে সিলিং ফ্যান পড়ে সাজিম (৬) ও তার চার মাস বয়সী ভাই সানি নিহত হয়েছে। এ ঘটনায় শিশু দুটির মা সাহিদা বেগম আহত হয়েছেন। রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্নবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিম (৬) ও সানি উপজেলার নিকরাইল ইউনিয়নের এক নম্বর পূর্নবাসন এলাকার ইউসুফের ছেলে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুই শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কিভাবে ঘটনা ঘটেছে সেটা এখনো জানা যায়নি।

তবে ওই দুই শিশুর মা সাহিদা বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার