ঋণের জালে জড়িয়ে আজ ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা। তাদের এই দুরবস্থা থেকে শিক্ষা নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল রোববার (২৪ এপ্রিল) নর্থ সাউথ ইউনিভার্সিটির নীতি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) আয়োজনে ‘বর্তমান শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট : অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য শিক্ষা’ শীর্ষক এক ওয়েবিনারে বিশেষজ্ঞরা এ পরামর্শ দেন। ওয়েবিনারের সঞ্চালক ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী।
ওয়েবিনারে শ্রীলঙ্কার সর্বোদায়া ডেভেলপমেন্ট ফাইন্যান্সের চেয়ারম্যান চন্না ডি সিলভা বর্তমান সংকটের জন্য শ্রীলঙ্কায় অনুৎপাদনশীল উন্নয়ন প্রকল্পে বিপুল বিনিয়োগ, সুশাসনের অভাব, দুর্নীতি, রাষ্ট্রীয় তহবিলের অব্যবস্থাপনা ও রেমিট্যান্স হ্রাসকে দায়ী করেন।
তিনি বলেন, শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নাগরিক হিসেবে তার জন্য বিব্রতকর। দিনে তিন থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ১০ দিন ধরে গ্যাস নেই। জ্বালানি সংকট, ওষুধ সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক অশান্তি চলছে। এক মার্কিন ডলার ৩৪০ শ্রীলঙ্কান রুপিতে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, করোনা মহামারির আগে শ্রীলঙ্কায় বিদেশি ঋণের হার জিডিপিকে ছাড়িয়ে গেছে। হাম্বানটোটার জন্য ৩০০ থেকে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। ৫০০ মিলিয়ন ডলার খরচ করে সেখানে যে বিমানবন্দর নির্মাণ করা হয়েছে সেটিতে বিশ্বের সবচেয়ে কম যাত্রী চলাচল করে। এমন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের মাশুল গুনছে শ্রীলঙ্কা।
২০১৯ সালে বিশাল কর হ্রাসের ফলে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি, সন্ত্রাসী হামলা এবং মহামারির কারণে পর্যটকদের আয় ৯০ শতাংশ কমা; আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে অর্থ মুদ্রণের কারণে মুদ্রার অবমূল্যায়ন ও মুদ্রাস্ফীতি এবং তিন বিলিয়ন চীনা বিনিয়োগ হারানোর ফলে বর্তমান সংকট তৈরি হয়েছে- যোগ করেন তিনি।
শ্রীলঙ্কার সিলন টুডের ডেপুটি এডিটর সুলোচনা আর মোহন বলেন, রাসায়নিক সার নিষিদ্ধ করার মতো জনতোষি নীতির ফলে শ্রীলঙ্কায় খাদ্য উৎপাদন হ্রাস পেয়েছে এবং অধিক হারে কর হ্রাস রাজস্ব সংগ্রহকে ব্যাহত করেছে। আর তেমন কোনো লাভ ছাড়াই বড় বড় প্রকল্পগুলো বৈদেশিক ঋণ বাড়িয়েছে।
ইউএনডিপি বাংলাদেশের অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, শ্রীলঙ্কায় কর ছাড়ের নীতি জনপ্রিয়তা পেলেও তা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্যও এটি প্রযোজ্য। এ দেশেও অনেক সময় করছাড়ের দাবি ওঠে। দেখা যায়, ওই খাতগুলোতে সরকার আবার ভর্তুকি দিচ্ছে।
উন্নয়ন প্রকল্পের চাহিদার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় সঠিকভাবে অনুমান করা এবং বড় প্রকল্প হাতে নেওয়ার আগে বিস্তৃত আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ড. নাজনীন বলেন, অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ানোর সঙ্গে ভবিষ্যতে ঋণের হার বৃদ্ধির সম্ভাবনাও বিবেচনা করতে হবে।
সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসারিয়াল ফেলো রাষ্ট্রদূত এম শহীদুল হক বলেন, শ্রীলঙ্কা বরাবরই এই অঞ্চলে ‘ভূরাজনীতির কেন্দ্র’ হিসেবে ছিল। মহামারির মতো কঠিন সময়ে বৈদেশিক নীতি নিয়ে সরকারের খুব বেশি পরীক্ষা করা উচিত নয়, যা শ্রীলঙ্কার বর্তমান দুরবস্থাকে ত্বরান্বিত করেছে।
তিনি আরও বলেন, যখন আইএমএফের কাছে দেশটির যাওয়া প্রয়োজন ছিল তখন যায়নি। শ্রীলঙ্কা যেভাবে চলেছে, সেভাবে চলা উচিত নয়। রাজাপক্ষে উগ্র জাতীয়তাবাদকে উৎসাহিত করেছেন। এখানে শিক্ষা হলো—জনগণকে নিয়ে বেশি খেলবেন না। খেললে বিপদে পড়বেন।