মুসলিম উম্মার সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ। চলছে রমজান মাস ক’দিন পরেই ঈদুল ফিতর। এরই মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে দেখা দিচ্ছে একটু একটু করে জ্যাম ও জনদুর্ভোগ। সেই সাথে মহাসড়কে চলছে সড়ক উন্নয়নের কাজ। আসন্ন ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ার আশংকা করছেন গাড়ীচালক ও যাত্রী সাধারণ। তবে পুলিশ ও গাড়ী মালিক সমিতি বলছে জ্যাম নিরসনে রয়েছে যথেষ্ট প্রস্তুতি।
ঈদ মানেই বাড়ি ফেরা। টানা পাঁচ দিনের ছুটি। যার যার কর্মস্থল থেকে পরিবারের সকলকে নিয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে এটাই স্বাভাবিক। কিন্তু কতটুকু সাচ্ছন্দ্যকে উপভোগ করে রাজধানী থেকে ঢাকা আরিচা মহাসড়ক ধরে দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষ ঘরে ফিরতে পারবে এবারের ঈদের ছুটির আগে সেটাই এখন ভাবনার বিষয়। কেননা ঈদ যত আসন্ন মহাসড়কের জ্যাম যেন বেড়েই চলেছে। তার উপর চলছে মহাসড়ক উন্নয়নের কাজ।
এদিকে উন্নয়নের কথা উল্লেখ করে রাজবাড়ীগামী এক যাত্রী বলেন, যেভাবে মহাসড়কের দুই পাশে রাস্তা মেরামতের কাজ চলছে এটা যদি ঈদের ছুটির সময় অব্যহত থাকে তাহলে মহাসড়ক জুড়ে জ্যাম থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ফরিদপুরগামী যাত্রী মোঃ ফরিদ উদ্দিন বলেন, এখন আসলে তেমন একটা জ্যাম দেখতে পাইনি। নবীনগর ও কালামপুরে জ্যাম ছিল। তবে ঈদের ছুটির সময় জ্যাম বেশ বাড়তে পারে। কেননা ঈদ উপলক্ষে লম্বা ছুটি রয়েছে।
সাধারনত বছরের এমনি সময়ে ঢাকা থেকে আরিচায় পৌঁছাতে যে সময় লাগে তার চেয়ে এবারের ঈদের ছুটিতে সময় লাগতে পারে প্রায় দেড় থেকে দু’ঘন্টা পর্যন্ত বেশি। তাতে ভোগান্তির সম্যূখীন হতে পারে যাত্রী সাধারণ এবং ঢাকা আরিচা মহাসড়কে অব্যহত লম্বা জ্যামও পরার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পরিবহন চালক সাইফুল ইসলাম।
যে হারে জ্যাম ও ভোগান্তির সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তাতে করে ঈদের ছুটির সময় ঘরমুখো মানুষের জন্য মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ বাসের ব্যবস্থা করলে কিছুটা হলেও ভোগান্তি কমবে। সেই সাথে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকতে হবে বলে মন্তব্য করেন কুষ্টিয়াগামী এক যাত্রী।
সরে জমীনে দেখা গেছে, প্রতিবারের ন্যায় এবারও মহাসড়কে নামানো হতে পারে ফিটনেস বিহীন বাস। ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে শুধু মাত্র মানিকগঞ্জেই অবস্থিত কারখানা গ্যারেজ গুলো থেকে ধারণা করা হচ্ছে প্রায় দেড়শ পুরোনো বাস রঙ করে নামানো হতে পারে। তাই কতটুকু সাচ্ছন্দ্যের যাত্রা হবে ঈদে ঘরমুখো মানুষের সেটাই ভাবনার বিষয়।
এদিকে গত দুই বছর করোনার কারণে পরিবহনের বেশ ক্ষতি যেমন হয়েছে ঠিক তেমনি পরিবহন শ্রমিকদেরও ক্ষতি হয়েছে। তবে এবার মহাসড়কে উন্নয়নের কাজ চললেও মহাসড়কে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করেন মানিকগঞ্জ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি। তারা বলছেন প্রতি বারের ন্যায় এবারও আমাদের পুলিশের সাথে থেকে কাজ করার যথেষ্ঠ প্রস্তুতি রয়েছে।
অপরদিকে মানিকগঞ্জের বারোবাড়ীয়া থেকে পাটুরিয়া পর্যন্ত ঈদের ঘরমুখো মানুষের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান। প্রায় এক হাজার পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও যেসমস্ত গাড়ির কাগজ পত্র নেই অর্থাৎ ফিটনেস বিহীন গাড়ি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।