Top
সর্বশেষ

সম্মিলিতভাবে চাঁদপুরকে আমরা অনন্য উচ্চতায নিয়ে যাব——-মিজান মালিক

১১ জানুয়ারি, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
সম্মিলিতভাবে চাঁদপুরকে আমরা অনন্য উচ্চতায নিয়ে যাব——-মিজান মালিক

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদ্য নির্বাচিত সভাপতি মিজান মালিক বলেছেন, একটি জেলা বা শহরকে উন্নত করতে হলে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে চাঁদপুরকে অনন্য উচ্চতায় নিয়ে যাব।

আজ (১১ জানুয়ারি) ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম বিজয় অর্জন করায় তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের কাজ দিয়ে সবার হৃদয়ে স্থান করে নিতে হবে। যাতে আজীবন মানুষের ভালোবাসা পাওয়া যায়।

এসময় ক্র্যাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ বলেন, চাঁদপুরকে আমরা হৃদয়ে ধারণ করি। চাঁদপুরের জন্য কোন কিছু করতে পারলে যে তৃপ্তি পাওয়া যায় তা অনন্য।

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফোরামের যুগ্ম সম্পাদক দুলাল হোসেন, নির্বাহী সদস্য আল-ইমরান রবিন, কাজী ফয়সাল, সামছুজ্জামান নাঈম, সাধারণ সদস্য মুহসিন হোসেনসহ বেশকিছু সদস্য উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, মিজান মালিক ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং আলাউদ্দিন আরিফ নির্বাহী কমিটির সদস্য।

শেয়ার