Top
সর্বশেষ

খুলে দেওয়া হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার

২৫ এপ্রিল, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
খুলে দেওয়া হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার
হাসান সিকদার, টাঙ্গাইল :

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনের জন্য খুলে দেওয়া হলো মির্জাপুর গোড়াই ফ্লাইওভার। উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাটুভাঙ্গা এলাকায় তৈরি করা হয়েছে প্রায় ৩০০শ’ মিটার দৈর্ঘ্য ফ্লাইওভারটি।

সোমবার দুপুরে ফ্লাইওভারটি খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপর দিয়ে চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

চালক ও যাত্রীরা জানান, ফ্লাইওভারের উপর উপর দিয়ে নির্বিগ্নে যানবাহন চলাচল করতে পেরে তারা খুঁশি। দুপুরে ফিতা কেটে ফ্লাইওভারটির যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এ সময় সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এসকেএস মনির হোসেন পাঠান, সাসেক-১ এর প্রকল্প পরিচালক ইসহাক, অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরে আলম, প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার ও টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্ধোধনের পর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এসকেএস মনির হোসেন পাঠান, সাসেক-১ এর প্রকল্প পরিচালক ইসহাক এবং অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরে আলম জানান, গোড়াই শিল্পাঞ্চলে তৈরি হওয়া ফ্লাইওভারটির নির্মান কাজ পুরোপুরি শেষ হতে আরও কিছু দিন সময় লাগবে। কিন্তু ঈদে এখানে দুই পাশে ভয়াবহ যানজটের কারণ রয়েছে। তাই ঈদের আগে সাময়িকভাবে ফ্লাইওভারটি খুলে দেওয়া হলো। আশা করা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর অংশে কোন যানজট হবে না।

শেয়ার