Top
সর্বশেষ

“অর্থনীতি বিভাগের অবিস্মরনীয় ফাইনাল জয় “

২৫ এপ্রিল, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
“অর্থনীতি বিভাগের অবিস্মরনীয় ফাইনাল জয় “
আনিকা ইশরাফ ইকরা :

৪র্থ আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয় গত ২৪ মার্চ ২০২২ ইং তারিখে। প্রত‍্যেকটি বিভাগের প্রাণবন্ত পর্দাপণ মুখোরিত করে পুরো ক‍্যাম্পাসকে। গত ৩০ মার্চ ২২ ইং তারিখ টি ছিল অর্থনীতি বিভাগের জন‍্য একটি স্মরণীয় দিন। এই দিন একসাথে অর্থনীতি বিভাগের ছেলেদের দল এবং মেয়েদের দল তালে তাল মিলিয়ে এই করোনা পরবর্তী সময়ে হাড্ডাহাড্ডি লড়াই করে সেমিফাইনাল থেকে একসাথে ফাইনালে পর্দাপণ করে। ওই দিনটি ছিল অনেক আনন্দের একটা দিন। স্মরণীয় হয়ে থাকবে চিরকাল অর্থনীতি বিভাগের প্রতিটি মানুষের হৃদয়ে।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ যেই সময়ের যেই দিনের অপেক্ষায় ছিল জবির ভলিবলের প্রতিটি বিভাগ। গত ৩১ মার্চ ২২ তারিখ জবির ৪র্থ আন্তঃভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচের দিন। কেবল একটি বিভাগের মেয়েরা এবং ছেলেরা সমানতালে ফাইনালে ম‍্যাচে অংশগ্রহণ করে। অর্থনীতি বিভাগের ছেলেদের সাথে ফাইনাল হয় মনোবিজ্ঞান বিভাগের ছেলেদের সাথে।অর্থনীতি বিভাগের ছেলেরা টানা তিনবারের ধারা বজায় রেখে এবার ও চ‍্যাম্পিয়ন হয়ে আসে।সেই সাথে অর্থনীতি বিভাগের মেয়েরা রানার্স আপ।

৩১মার্চ ২২ ইং তারিখটি পুরো জবি ক‍্যাম্পাস ভলিবলের উত্তেজনায় মুখোরিত ছিল। নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছে জবি ক‍্যাম্পাস। অর্থনীতি বিভাগের ছেলেদের সাথে মনোবিজ্ঞান বিভাগের ছেলেদের প্রতিযোগিতা ছিল দেখার মত। অর্থনীতি বিভাগের ছেলেরা সবাইকে তাক লাগিয়ে দেখিয়ে দেয় কীভাবে গেম বল থেকে উল্টো গেইম দেওয়া যায়। শেষ সময় থেকে কীভাবে মোর উল্টে দেওয়া যায় তাই শিক্ষা দিয়ে যায় অর্থনীতি বিভাগের ছেলেরা।

প্রতিটি মানুষের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ম‍্যাচ ছিল, টানা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল অবশেষে গেম বল থেকে উল্টো গেইম দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় অর্থনীতি বিভাগের ছেলেরা। অর্থনীতি বিভাগের প্রতিটি মানুষ এবং উপস্থিত আরো বিভাগের মানুষের চোখেও আনন্দের অশ্রু ঝড়ে জয়ের মূহুর্তে।উপস্থিত অনেকের মতামত থেকে জানা যায় তারা অনেক বেশি খুশি অর্থনীতি বিভাগের এমন মোর উল্টে দেওয়া অর্জনে।

রুদ্ধশ্বাস লড়াইয়ের মাধ্যমে চ‍্যাম্পিয়নের কাপ অর্জন করে নেয় অর্থনীতি বিভাগের ছেলেরা। ধৈর্য,একতা এবং সততা থাকলে যে যোগ্যরাই স্থান করে নেয় এ শিক্ষাই দিয়ে যায় তারা। সেই সাথে এটাও প্রমাণ করে দেয় যে অর্থনীতির মতে দুষ্প্রাপ্য সময়ের সঠিক সুযোগ ব‍্যয় ধারনা কাজে লাগিয়ে বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সুচারুভাবে সাফল্য অর্জন করা সম্ভব। প্রতিটি খেলোয়ারের সমান সহযোগিতায় অর্থনীতি বিভাগ অর্জন করে এই চ‍্যাম্পিয়ন কাপ। স্মৃতির পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে ৪র্থ আন্তঃবিভাগ ভলিবলের ফাইনাল ম‍্যাচটি।

করোনা পরবর্তীকালে কেবল অর্থনীতি বিভাগের পক্ষেই সম্ভব হয় দুটো কাপ অর্জন করে নিয়ে আসা। অর্থনীতি বিভাগের মেয়েরা অর্জন করে রানার্স আপ কাপ এবং ছেলেরা চ‍্যাম্পিয়ন কাপ অর্জন করে বজায় রাখে টানা তিনবারের ধারা। আরো উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রত‍্যেকেই অলস সময় পার করে দিনের পর দিন। সেভাবে অনুশীলন ও সম্ভব হয়নি গত দুইবছরে কিন্তু জবির এই ৪র্থ আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট পর্যবেক্ষণ করলে বুঝা যায় যে,অর্থনীতি বিভাগের অংশগ্রহণ ছিল দেখার মত। এরা শুধু পড়ালেখাতেই নয় খেলাধুলাতেও তাক লাগিয়ে দিতে পারে। করোনা দমিয়ে রাখতে পারেনি জবির অর্থনীতি বিভাগের দামাল ছেলে মেয়েদের।কেবল অর্থনীতি বিভাগের পক্ষেই সম্ভব গেম বল থেকে উল্টো গেম দেওয়া। এরা অর্থনীতির সুযোগ ব‍্যয় ধারনা এবং দুষ্প্রাপ্য সময়ের সঠিক ব‍্যবহারের মাধ্যমে সঠিক সময়ে সঠিক গেম দিতে সমর্থ হয়েছে।এতে বুঝাই যাচ্ছে অর্থনীতির জ্ঞান বাস্তব জীবনে খেলায় প্রতিফলিত করতে পেরেছে।

অর্থনীতি বিভাগের খেলায় অংশগ্রহণ এবং গেম বল থেকে উল্টে গেম দেওয়ার অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। কেবল এক পয়েন্টে জিতে যাওয়ার অপেক্ষায় থাকা দলকে টপকিয়ে নিজেদের চ‍্যাম্পিয়ন করার কৌশল যে অর্থনীতির জ্ঞানকেই প্রতিফলিত করছে। একজন প্রকৃত অর্থনীতিবিদ ক্রান্তিলগ্নে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারে। ঠিক তেমনি বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং বুঝাই যাচ্ছে অর্থনীতির কৌশল অর্থনীতি বিভাগের ছেলেদের কৌশলে জয় নিশ্চিত করেছে। অর্থাৎ আশা করা যাচ্ছে ভবিষ্যতেও দেশের অর্থনীতিতেও এমন দূরদর্শী সাফল্য নিশ্চিত করতে সক্ষম হবে জবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

শেয়ার