Top

কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে

২৫ এপ্রিল, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
কৃষি ঋণ বিতরণ ও আদায় বেড়েছে
রোহান রাজিব :

চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) কৃষি ঋণ বিতরণ গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ঋণ আদায়। কমেছে খেলাপি ঋণের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় এ বছর কৃষিঋণ বিতরণের চাহিদা ও আদায় বেড়েছে। গত বছর করোনার প্রকোপ বেশি থাকায় ঠিকমতো কৃষিঋণ বিতরণ হয়নি। তবে এ বছর করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে গতি ফিরছে কৃষিঋণ বিতরণে। এ ধারাবাহিকতা বজায় থাকলে এ বছরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করছেন তারা ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২১–২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ১৯ হাজার ৯৭৬ কোটি ২৪ লাখ টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ের চেয়ে আদায় বেড়েছে ২০১ কোটি ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টায় কৃষিঋণ বিতরণের পরিমাণ দিন দিন বেড়ে চলছে। আর আমরাও চেষ্টা করছি এটা বৃদ্ধি করার জন্য। আমরা জাতীয় কৃষিঋণের ৬০ শতাংশ দিয়ে থাকি, আগামী জুনের ভিতর আমাদের লক্ষ্যমাত্রার শতভাগ পূরণ হবে।

কৃষিঋণ বিতরণে অনীহার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব ব্যাংকের নেটওয়ার্ক দুর্বল তারা কৃষকের কাছে পৌঁছাতে পারে না। এনজিওর মাধ্যমে কৃষিঋণ বিতরণ ও আদায় করে। ফলে খরচ বেড়ে যায়। কিন্তু সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা নেই। তারপর কৃষিঋণের ক্ষেত্রে সুদহার ৮ শতাংশ, অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার ৯ শতাংশ। তাই তারা কৃষিঋণের চেয়ে অন্যান্য ঋণ বিতরণে আগ্রহ বেশি। আর আমরা সরকারি ব্যাংকগুলো আন্তরিকভাবে চাই কৃষিখাত উন্নত হোক। তাই আমরা এখাতে বেশি বেশি ঋণ বিতরণ করে থাকি। তবে সবাই এখন চেষ্টা করছে এখাতে ঋণ বিতরণ বাড়াতে।

‌কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বল‌ছে, চল‌তি ২০২১-২২ অর্থবছ‌রের প্রথম নয় মাসে (জুলাই-‌মার্চ) কয়েকটি ব্যাংক বাৎসরিক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করলেও বে‌শিরভাগ ব্যাংক ল‌ক্ষ্যের ৫০ শতাংশের নিচে কৃ‌ষিঋণ বিতরণ ক‌রে‌ছে। এরম‌ধ্যে ২০ শতাংশেরও নিচে রয়েছে ৫ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ব্যাংক খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণ হয়েছে ২১ হাজার ৫০৪ কোটি ২০ লাখ টাকা। বিতরণের পরিমাণ বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ৭৪ শতাংশ। গত অর্থবছর ২৬ হাজার ২৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ মাসে বিতরণ হয়েছিল ১৮ হাজার ৫১৩ কোটি টাকা, যা ছিল ৭০ দশমিক ৪১ শতাংশ।

চলতি অর্থবছরে সরকা‌রি মালিকানার বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৪৫ কোটি টাকা। জুলাই-‌মার্চ সময়ে বিতরণ করেছে নয় হাজার ৯৪ কোটি টাকা। এ ঋণ পুরো বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৩৪ শতাংশ। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে ১২ হাজার ৪১০ কোটি টাকা বা ৭১ দশমিক ৫৪ শতাংশ।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শস্যে ১৬ হাজার ৯১১ কোটি ৪৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া নন-ফার্মে ৪ হাজার ৫৯২ কোটি ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৪৮ হাজার ৮৯১ কোটি টাকা। যার মধ্যে মার্চ পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৩ হাজার ৭৩৬ কোটি টাকা। যা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। মূলধারার কৃষিঋণের পাশাপাশি বর্তমানে কৃষিখাতে চার শতাংশ সুদে প্রণোদনা প্যাকেজের আওতায়ও কৃষিঋণ দিচ্ছে ব্যাংকগুলো।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর গত এপ্রিলে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে গত ৩০ জুন পর্যন্ত ৪ হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এছাড়া সংক্রমণ বাড়তে থাকায় গত ১৪ সেপ্টেম্বর কৃষি খাতের জন্য দ্বিতীয় মেয়াদের প্রণোদনার ঋণ চালু করে বাংলাদেশ ব্যাংক। এবার কৃষি খাতের জন্য আরও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন ব্যাংকটি।

শেয়ার