Top
সর্বশেষ

সিনিয়র ব্যাংকারদের অব্যাহতির খবরে বিডব্লিউএবির উদ্বেগ

২৯ জুন, ২০২০ ৮:২২ অপরাহ্ণ
সিনিয়র ব্যাংকারদের অব্যাহতির খবরে বিডব্লিউএবির উদ্বেগ

বিভিন্ন ব্যাংকের জ‌্যেষ্ঠ কর্মকর্তাদের জোরপূর্বক অব্যাহতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। ব্যাংকগুলোকে এ ধরনের তৎপরতা থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ জুন) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে বিডব্লিউএবি।

সংগঠনটির সভাপতি কাজী মো. শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির সময়ে সম্প্রতি দু-তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তাদের ব্যাংকারদের সঙ্গে অমানবিক আচরণ করছে। সেখানে কর্মরত সিনিয়র ব্যাংকারদের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবির কাছে জানিয়েছেন। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের সিদ্ধান্তে ব্যাংক কর্মকর্তারা দুশ্চিন্তাগ্রস্ত ও হতাশ। এতে ব্যাংকাররা কাজে আগ্রহ হারিয়ে ফেলবে। চাকরির এমন নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়নও বাধাগ্রস্ত হবে। ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এতে অন্য ব্যাংকের কর্মকর্তারা এ ধরনের ব্যাংকে যোগ দিতে ইচ্ছুক হবে না। পাশাপাশি নতুন কর্মকর্তারাও যোগ দেওয়ার বিষয়ে দ্বিতীয়বার ভাববেন।

শেয়ার