Top
সর্বশেষ

আ’লীগ এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে -মির্জা ফখরুল

২৬ এপ্রিল, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
আ’লীগ এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে -মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতি‌নি‌ধি :

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ এখন একদলীয় শাসনের সঙ্গে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছে। তারা আন্তর্জাতিক ভাবে এখন স্বৈরতন্ত্র কায়েম করছে। পত্র পত্রিকা ও বিভিন্ন দেশ আওয়ামীলীগকে এবং এ সরকারকে স্বৈরাচারী দল হিসেবে চিহ্নিত করেছে। তার প্রমাণ আমরা সপাচ্ছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের উপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ এপ্রিল মঙ্গলবার শহরের হাজীপাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উল্লিখিত কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট সেখানে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান সম্পর্কে মানবাধিকর লঙ্ঘনের প্রতিবেদন এসেছে। তাতে করে এটা আন্তর্জাতিক ভাবে প্রমাণ করার প্রয়োজন নেই। এটা আন্তর্জাতিক বিশ্বে প্রমানিত হয়ে গেছে। দেশের মানুষ নিজেরাই টের পাচ্ছেন তাঁরা এখন সসম্পুর্ণ একটি ফ্যাসিবাদী সরকারের কাছে রয়েছে। সুতরাং এটা নতুন করে রাষ্ট্রদূতদের ডেকে কথা বলার মত না। আমরা কখনোই কোন রাষ্ট্রদূতকে ডাকি না। রাষ্ট্রদূতরা আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। এটি নিয়মিত ভাবে আগে যেমন করছেন এখনও তেমনই করছেন। সেখানে বিকৃত ভাবে উপস্থাপন করার কিছুই নাই। আপনাদের পত্র পত্রিকায় যেসব খবর প্রকাশিত হয় সে গুলো যথেষ্ট প্রমাণ যে বাংলাদেশের এখন কি অবস্থা চলছে।

তিনি আরো বলেন, দুঃখ জনক ব্যাপার আওয়ামীলীগ সরকার পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের উপরে, আইন শৃংখলা বাহিনীর উপরে। কারণ জনগণ থেকে তারা সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন মূলত তাঁরা সম্পুর্ণ সামরিক বেসমারিক আমলাতন্ত্রের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছে। যার ফলে তাঁরা যখন গণতন্ত্রের কথা বলে তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় এবং জনগণের কাছেও হাস্যকর মনে হয়। ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে ঢাকার কলাবাগানের খেলার মাঠ রক্ষা করতে গিয়ে একজন মহিলা ও তার কিশোর ছেলে প্রতিবাদ করতে
গিয়ে তাদের জেলে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারি, পাওয়ারফুল। এর মধ্যেও সম্প্রতি কুমিল্লায় আরও একটি জায়গাতে তারা দুইজন নাগরিককে ক্রসফায়ারে মেরে ফেলেছে। কোন রকম ওয়ারেন্ট ছাড়াই এ্যারেস্ট করে নিয়ে যায়। এখানে প্রমাণিত হয় কোন প্রতিষ্ঠানের ওপরে বা আইনশৃঙ্খলা বাহিনীর উপরে তাদের কোন নিয়ন্ত্রণ নেই। আজকে সব চেয়ে যে কথাটি বড় হয়ে উঠেছে যে সরকারের প্রশ্রয়ে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার হরণ করা হচ্ছে এবং আইনের শাসন বলতে আর কিছুই নেই। সম্প্রতি নিউমার্কেটের ঘটনা সম্পর্কে ফখরুল বলেন, ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তার প্রত্যেকটি সংবাদ মাধ্যমে পরিষ্কার ভাবে উঠে এসেছে যে, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ গুলোর সঙ্গে সরাসরি জড়িত। ব্যবসায়ীদের মধ্যে যারা সংর্ঘে জড়িত ছিলো তারাও আওয়ামীলীগের অনুসারী। অযথা কাকে নিয়ে গেলো, বিএনপির নেতাকে এরেস্ট করে নিয়ে গেলো। তিনদিনের রিমান্ডও দিলো। এই যে একটা পুরোপুরি

দলীয়করণ প্রশাসনকে, বিচার বিভাগকে, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে, এ সব ঘটনা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়না। প্রতিনিয়ত ঘটছে। গত পরশু আমেরিকান প্রেসিডেন্ড খুব পরিষ্কার করে বলে দিয়েছেন নিষেধাজ্ঞা এত তাড়াতাড়ি উঠবেনা। যদি তারা পরিবর্তন না করে। অর্থাৎ যাদের বিরুদ্ধে সেংশন দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়। গুম করার যে সংস্কৃতি চালু করেছে সেটাকে যদি বন্ধ না করে এবং মানুষের মানবাধিকার যদি প্রতিষ্ঠিত না হয়। শুধু এটাও না, এর পরেও যদি তারা এসব বন্ধ না করে তাহলে আরও বেশি করে তাদের উপর বিভিন্ন ভাবে সেংশন আসতে থাকবে। এটা আমাদের জন্য আনন্দের বিষয় না। বাংলাদেশের ভূখন্ডের উপরে সেংশন আসা এটা আমাদের লজ্জার কথা। এটা আমাদের জন্য গৌরবের বিষয় না। আমরা বার বার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা সংবিধান লঙ্ঘন করছো, মানবাধিকার লঙ্ঘন করছো।

১৯৭১ সালের চেতনার কথা বলতে বলতে মুখে ফেনা উঠে যায়। সে চেতনাকে সম্পুর্ণভাবে ভূলুণ্ঠিত করে দিয়েছো। এসময় আওয়ামীলীগ সরকারকে বর্গীদের সাথে তুলনা করে তিনি বলেন, অনিশ্চয়তার মধ্যে চলছে দেশ। এখনো মানুষ তার মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫০ বছরেও দেশ ও দেশের মানুষ আজ কাঙ্খিত লক্ষ্যে নেই, পরাধীনতার শেকলেই বন্দি রয়েছে । লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার করে দেয়া হচ্ছে। বর্গিদের মতো আওয়ামীলীগ এসেছে এদেশ থেকে সবছিু লুট করতে।

মির্জা ফখরুল বলেন, সংবাদকর্মীদের আইন করার আপনি কে? দেশে একটা নতুন আইন আসছে সংবাদ কর্মী আইন। সংবাদ কর্মীদের তো আইন দরকার হয় না। আপনারা দয়া করে সংবাদ কর্মীদের উপর আর চড়াও হবেন না। ৭শ এর বেশি ডিজিটাল সিকিউরিটি মামলা দিয়েছেন সাংবাদিকের উপর। গত তিন মাসে ৪০ জনের বেশি সাংবাদিক হত্যা করেছেন আপনারা। আর কত ? কিছু দিনের মধ্যে খুশির বার্তা নিয়ে ঈদ আসবে। আল্লাহ্ যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার তৌফিক দেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে ফিরে এসে নেতৃত্ব দিতে পারেন এবং দেশের মানুষ যেন কাঙ্খিত স্বাধীনতার সুখটা ফিরে পায় এটাই আমাদের চাওয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠের নেতৃবৃন্দ।

শেয়ার