Top
সর্বশেষ

টাঙ্গাইলে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক

২৬ এপ্রিল, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি আটক
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার কদীম দেওহাটা দাসপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত উপজেলার কদীম দেওহাটা গ্রামের মৃত নারায়ন বাকালীর ছেলে মহাদেব বাকালী (৩২)। এসময় ৫০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার