Top
সর্বশেষ

দেড় ঘণ্টায় সূচক বেড়েছে ১১৩ পয়েন্ট

১২ জানুয়ারি, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টায় সূচক বেড়েছে ১১৩ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৮১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০২ টির, দর কমেছে ৮৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৩ লাখ ২৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২১২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪ টির, দর কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৪  লাখ ৬৪ হাজার টাকা।

শেয়ার