Top
সর্বশেষ

সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ ইবির ৭ শিক্ষার্থী

২৭ এপ্রিল, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ণ
সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ ইবির ৭ শিক্ষার্থী
এম বি রিয়াদ,ইসলামী বিশ্ববিদ্যালয় :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী ১৪ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে উত্তীর্ণ হয়েছেন। জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার সারাদেশে মোট ১০২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

উত্তীর্ণ ইবি শিক্ষার্থীরা হলেন, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষবর্ষের লাবণী আখতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম অনন্যা।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে আয়াজ আজাদ বলেন, এবারই আমার শেষ সুযোগ ছিল। চারবার ভাইভাতে মুখোমুখি হয়েও বোর্ড আমাকে ফিরিয়ে দিয়েছে। তবুও হাল ছাড়িনি। স্বপ্ন ছিল বিচারক হবো, এবার স্বপ্ন পূরণ হয়েছে।

শেয়ার