Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে আম লিচুর ফলনে বিপর্যয়

২৭ এপ্রিল, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আম লিচুর ফলনে বিপর্যয়
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে এবার আম ও লিচুর ফলনে ব্যাপক বিপর্যয় ঘটেছে। একদিকে প্রবল শিলাবৃষ্টি ও অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে জেলায় এবার আম ও লিচুর তেমন ফলন নেই।

গত ২৫ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার কয়েকটি এলাকায় স্মরণাতীত কালের মধ্যে প্রবল শিলাবৃষ্টি হয়। প্রায় একঘণ্টা স্থায়ী এই শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুল ও ছোট ছোট গুটি ঝরে পড়ে। শিলাবৃষ্টির ব্যাপকতা এতো বেশি ছিল যে আম ও লিচুর গাছের পাতা ও ছোট ছোট ডাল ভেঙ্গে পড়ে। রাস্তা ঘাটে ৬ ইঞ্চি পরিমাণ বরফ জমে যায়। পরবর্তীতে আরো কয়েকবার ঝড় ও শিলাবৃষ্টি হয়। এর পরেও যে সামান্য মুকুল ও গুটি টিকে ছিল বৈরী আবহাওয়ার কারণে এখন সেই গুটি ঝরে পড়ছে। শিলাবৃষ্টির পরে অর্থাৎ মার্চ মাসে যে সব আম বাগানে মুকুল আসে বৈরী আবহাওয়ায় সেই বাগানের আমের গুটি ঝরে পড়ছে।

কৃষি বিভাগ জানায়, ফাল্গুনের শেষে ও চৈত্রে দিনের বেলায় রোদ গরম আর রাতে ঠাণ্ডার কারণে আমের গুটি ঝরে পড়ছে। সদর উপজেলার ভুল্লি এলাকার আবুল কালাম বলেন, তিনি সিঙ্গিয়া গ্রামের একটি আম ও লিচুর বাগান ২ লাখ টাকা দিয়ে কিনেছিলেন। শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুল ধ্বংস হয়ে গেছে। গোলাপি ও চায়না থ্রি জাতের লিচু শতভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বোম্বে জাতের লিচুর মুকুল দেরিতে আসে। শিলাবৃষ্টির পরে মুকুল আসায় এই জাতের লিচু টিকে রয়েছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারেণ আমের গুটি এখন ঝরে পড়ছে ব্যাপকহারে।

সিঙ্গিয়া গ্রামের মাহবুব জানান, তার ৩ একরের একটি আম্রপালির আম বাগান রয়েছে। গাছগুলি ছোট ছোট। তবে এবার গাছ ভরে মুকুল এসেছিল। শিলাবৃষ্টিতে মুকুলসহ গাছের ডালগুলিও ভেঙ্গে গেছে। শহরের ইমতিয়াজ নামে এক আম বাগান মালিক জানান, একজন আম ব্যবসায়ী কিছু টাকা অগ্রীম দিয়ে তার বাগান লিজ নেয়। বাগানের পরিচর্যাও শুরু করেন তিনি। কিন্তু আমের ফলনে এমন বিপর্যয় দেখে ঐ ব্যবসায়ী বাগান ফেলে চলে গেছেন।

আম বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান,, গত দুই বছর আম লিচুর ফলন ভালো হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তখন অন্য জেলার ব্যবসায়ীরা তেমন আসেননি। খুচরা বাজারও তেমন জমেনি। তখন আমের দাম ছিল খুব কম। এতে লোকসানের মুখে পড়েন বাগান মালেক ও ব্যবসায়ীরা। এবার কারোনার প্রকোপ নেই। সবাই আশা করেছিলেন এবার দুটো পয়সার মুখ দেখা যাবে। কিন্তু ফলনে বিপর্যয় হওয়ায় এবারও লোকসানে পড়বেন তারা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন শিলাবৃষ্টি ও বৈরি আবহাওয়ায় আম লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে স্বীকার করে জানান, বাগানে যেটুকু আম লিচু টিকে রয়েছে তার দাম এবার হবে বেশি। আম লিচুর গুটি টিকিয়ে রাখার জন্য চাষিদের প্রয়োজনীয় উপদেশ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার