Top
সর্বশেষ

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সবাই করোনা নেগেটিভি

১২ জানুয়ারি, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সবাই করোনা নেগেটিভি
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশে সফর শুরুর আগে প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ক্যারিবিয়ানদের। সোমবার প্রথমবার তাদের নমুনা নেওয়া হয়েছিল। যেখানে ক্যারিবীয় ক্রিকেটাররা সবাই ‘নেগেটিভ’ হয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার দারিও বার্থলে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘দলের সবাই সুস্থ আছে। তাদের ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় টেস্ট হবে বৃহস্পতিবার। আশা করছি, বৃহস্পতিবার থেকে আমরা নিজেরা অনুশীলন শুরু করতে পারবো।’

অবশ্য শুরুতে ক্যারিবীয়দের দ্বিতীয় কোভিড পরীক্ষা হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু সেটি দুই দিন পিছিয়ে করা হচ্ছে বৃহস্পতিবার। আর তৃতীয় পরীক্ষা হবে সপ্তম দিনে, মানে যেদিন কোয়ারেন্টিন শেষ হবে। এছাড়া সিরিজের মাঝামাঝি প্রয়োজনে কয়েকবার করোনা পরীক্ষা করা হবে। সব মিলিয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বিসিবিকে।

সূচি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

শেয়ার