Top
সর্বশেষ

হরিপুরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৮ এপ্রিল, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
হরিপুরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ২ হাজার তরুণ ও যুবকদের সাথে নিয়ে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক
আলম টুলুর উদ্যোগে জেলার হরিপুর উপজেলার রণহাট্টা চৌরঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
এই সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই যুব সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.
মোস্তাক আলম টুলু।  আরো বক্তব্য দেন,  হরিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম
উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু মোজ্জাফর হোসেন মানিক, হরিপুরের ডাঙ্গীপাড়া
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র প্রমুখ।

যুব সমাবেশে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ২ হাজার তরুন ও যুবকসহ আওয়ামী লীগের
নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, আজকের তরুণদের ওপর নির্ভর করছে দেশের বর্তমান ও
ভবিষ্যৎ। মহান মুক্তিযুদ্ধের সময়েও ৯০ শতাংশ তরুণরাই নেতৃত্ব দিয়েছিলো। কাজেই তরুণদের বাদ
দিয়ে দেশকে কল্পনা করা যায় না। মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ এবং লালন করে তরুণদের এদেশের
দায়িত্ব নিতে হবে।  তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের দেশের
কল্যাণে কাজ করতে হবে আজকের তরুন ও যুবকদের। আমি সব সময় তরুন ও যুবকদের নিয়ে কাজ করে
যাচ্ছি। আপনাদের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। যুব সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় ইফতার
মাহফিল।

 

শেয়ার