Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২৮ এপ্রিল, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ দিনে পৃথক ৪ টি  সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একজন, ট্রাক্টরের ধাক্কায় একজন, মোটরসাইকেল- থ্রি-হুইলারের সংঘর্ষে একজন ও ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে একজন মোট ৪ জন নিহত হয়েছেন।  দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল ও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় রাণীশংকৈলের শহরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন (জাতরু) ( ৮৪) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন রাত সাড়ে ৮ টায় তিনি মারা যান। সালমুউদ্দিনের বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে পাগলু যাত্রী লিটন আলী (২২) ২৭ এপ্রিল মঙ্গলবার রাতে বলিদ্বারা নলদিঘি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। থ্রি হুইলার পাগলুর সংঘর্ষ হলে তিনি আহত হন। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অপরদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৭) বুধবার রাত সাড়ে ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে তিনি মারা যান।

এছাড়া এদিন রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আব্দুস সালামের ৬ বছরের মেয়ে শাম্মী আক্তার রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে শাম্মী মারা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান,আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার