রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনে নেমে ১৩ ঘণ্টা থানায় আটকে থাকা সৈয়দা রত্না বলেছেন, আমি জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে মাঠটিতে থানা হতে দেবেন না তিনি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন।
সৈয়দা রত্না বলেন, মাঠটি ছিল এলাকাবাসীর নিশ্বাস। এ মাঠটি রক্ষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছিলাম। মাঠ রক্ষার জন্য আমিসহ আমার শিশু সন্তানকে থানায় ১২ ঘণ্টা আটকে রাখা হয়। তবে আশার কথা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে, এই মাঠে থানা ভবন নির্মাণ হবে না। আমি জানতাম তার (প্রধানমন্ত্রী) কানে বিষয়টি পৌঁছালে তিনি এই মাঠে ভবন করতে দেবেন না।