Top
সর্বশেষ

টাঙ্গাইলে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৮ এপ্রিল, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
টাঙ্গাইলে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে হেরোইনসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে উপজেলার বেলদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের জহির উদ্দিনের ছেলে আশিকুর রহমান আশিক (২৫)। ডিবির দাবি গ্রেপ্তারকৃত আশিক মাদক কারবারি। বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর ওসি দেলওয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার