Top
সর্বশেষ

ইনজুরিতে ছিটকে গেলেন ভারতের আরও তিন ক্রিকেটার

১২ জানুয়ারি, ২০২১ ৩:১১ অপরাহ্ণ
ইনজুরিতে ছিটকে গেলেন ভারতের আরও তিন ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়া সফরে একের পর এক ইনজুরির ধাক্কায় নাস্তানাবুদ ভারতীয় ক্রিকেট দল। ইনজুরি নিয়ে এর আগে ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং কেএল রাহুল। পিতৃত্বকালীন ছুটিতে আছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এবার শেষ টেস্টের আগে ইনজুরিতে দলের বাইরে চলে গেলেন পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ, মিডল অর্ডার ব্যাটসম্যান হানুমা বিহারি এবং স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

ওখানেই শেষ নয়। ধাক্কাটা আরও বড় হয়ে আসতে পারে আজিঙ্কা রাহানের দলের জন্য। কোমরের প্রচন্ড ব্যথা নিয়ে সিডনিতে দুর্দান্ত ব্যাটিং করে দলের হার এড়াতে বড় অবদান রাখেন রবিশচন্দন অশ্বিন। বেশি ধকলে কোমরের সেই ব্যথা চাড়া দিয়ে উঠেছে। ১৫ জানুয়ারি ব্রিসবেন টেস্টে তাই অনিশ্চিত তিনিও।

জাসপ্রিত বুহরাহ পেটের পেশিতে টান পেয়েছেন। তাকে নিয়ে তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে চায় না। ওদিকে বুড়ো আঙুলের চোটে পড়েছেন রবিন্দ্র জাদেজা। তারও খেলার সম্ভাবনা নেই বলে ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। ইনজুরিতে পড়েছেন তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে উইকেট কামড়ে থেকে টেস্টটি ড্র করতে অবদান রাখা হানুমা বিহারিও। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। ব্রিসবেন টেস্ট তো বটেই ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত তিনি।

ওদিকে অশ্বিন কোমরের ব্যথা থেকে সেরে উঠে খেলতে পারবেন কিনা বলা যাচ্ছে না এখনই। হানুমা বিহারির ইনজুরির কারণে ভারতীয় দলে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে আবার দরকার পড়তে পারে। কিন্তু তিনিও মেলবোর্ন টেস্টে পড়েন ছোট্ট একটা ইনজুরিতে। সেই চোট কাটিয়ে এখনও ফিটনেস পরীক্ষায় পার হতে পারেননি এই ব্যাটসম্যান। ভারতীয় দল তাই জমজমাট বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশ সাজানো নিয়েই পড়ে গেছে দুশ্চিন্তায়।

শেয়ার