Top

ছুটির দিনে কমলাপুরে যাত্রীদের ভিড়

২৯ এপ্রিল, ২০২২ ১১:৪৩ পূর্বাহ্ণ
ছুটির দিনে কমলাপুরে যাত্রীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নিত্যদিনের যানজটের কথা মাথায় রেখে ভোরে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হন একটি গার্মেন্টসের কর্মী সৌরভ। কিন্তু আজকে তার ভাগ্য সুপ্রসন্নই বলা চলে। প্রতিদিন রাজধানীতে ঢুকতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট ঠেলতে হতো, আজ নিমিষেই পৌঁছে গেলেন কমলাপুর।

সপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে কমলাপুর রেল স্টেশনে নাড়ির টানে ট্রেনে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষ ভিড়। স্টেশনে বেশিরভাগ মানুষজন নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে বসে আছেন। যার ফলে রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে-বাইরে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, কিছু সময় পর পরই প্রবেশ পথ দিয়ে প্ল্যাটফর্মে ঢুকছেন যাত্রীরা। বিপুল সংখ্যক যাত্রীর ফলে প্ল্যাটফর্মের প্রত্যেকটি বসার জায়গায় পরিপূর্ণ হয়ে গেছে। জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে, গল্প করে সময় কাটাতে। ছোট ছোট ছেলে-মেয়েরা স্টেশন চত্বরে ছোটাছুটি করছে।

একতা এক্সপ্রেসে করে কাল সাড়ে ১০টার দিকে সান্তাহার যাওয়ার জন্য ট্রেনে উঠেছেন যাত্রী একরাম হোসেন। তিনি বলেন, ট্রেন ধরতে সকাল সকালই বাসা থেকে বের হয়েছি। ঢাকার যানজটের বিশ্বাস নেই। স্টেশনে খুব বেশি ভিড় পাইনি। খুব সহজেই ট্রেনে উঠতে পেরেছি।

দেওয়ানগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেনের যাত্রী সাগর বলেন, আজকে তো ছুটি শুরু, মানুষের ভিড় বেশি হবে। এটা আগেই অনুমান করেছিলাম, তবে ভিড়টা অনেক বেশিই মনে হচ্ছে। যার কারণে গরমও বেড়েছে।

জয়পুরহাটগামী সৌরভ বলেন, সকাল ১০টার দিকে ট্রেন ধরতে ভোরে রওনা হয়েছি নারায়ণগঞ্জ থেকে। রাস্তায় যতটা জ্যাম হবে ভেবেছিলাম, তেমনটা হয়নি। খুব দ্রুতই চলে আসতে পেরেছি।

তবে আশার খবর এই যে, এখন পর্যন্ত একটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। সিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনটি হচ্ছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলে প্রায় দেড় ঘণ্টা লেটে সকাল ৯টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ে।

কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেননি, তাদের কিছু আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।

শেয়ার