Top
সর্বশেষ

ফেসবুকে ছবি দেখে হারিয়ে ছেলেকে ফিরে পেলেন শিশুটির বাবা

০১ মে, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
ফেসবুকে ছবি দেখে হারিয়ে ছেলেকে ফিরে পেলেন শিশুটির বাবা
রংপুর প্রতিনিধি :

ফেসবুকে ছবি দেখে হারিয়ে যাওয়া চার বছরের ছেলে সাগরকে ফিরে পেলেন শিশুটির বাবা মা।  নিখোঁজের এক ঘন্টা পর রংপুর মেট্রোপলিটন পুলিশের ধাপ ফারির ইনচার্জ মজনু মিয়া শিশুটিকে তার মা বাবার হাতে তুলে দেন । হারানো ছেলেকে ফিরে পেয়ে মা আবেগে আপ্লুতু হয়ে পরেন।

গত শনিবার দুপুরে নগরীর ধাপ এলাকার একটি হোটেলের সামনে ৪ বছরের ওই শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয় দোকানদাররা তার নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। 

এসময় শিশুটি তার নাম মুয়াদ বাবা মুরাদ চৌধুরী, মায়ের নাম এমিলি বলে জানান। পরে জরুরী সেবা ৯৯৯ লাইনে ফোন দিয়ে ঘটনাটি জানালে ধাপ পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ধাপ ফাড়িতে নিয়ে আসে।

এরপর ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া শিশুটির সন্ধান চেয়ে মিসির আলী মিসির নামে তার ফেবুকে বিকেলে শিশুটির ছবিসহ পোস্ট করেন। 

 ছবিটি পোষ্ট দেয়ার ১ ঘন্টার মধ্যে ফেসবুক ব্যবহারকারী সামসুল ইসলাম নামের একজন শিশুটির পরিবারের মোবাইল নম্বর দিয়ে সহযোগিতা করেন। পরে খবর পেয়ে শিশুটি নিতে ছুটে আসেন তার বাবা মা। এ সময় ছেলেকে ফিরে পেয়ে তার মা আবেগে আপ্লতু হয়ে পরেন তারা।

শিশু মুয়াদ এর মা এমিলি জানান, তাদের বাড়ি নগরীর ইসলামবাগ এলাকায়। শনিবার সকালের কোন এক সময় সে বাড়ির বাইরে বের হয়ে নিখোজ হন। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পরেন। পরে পুলিশের ফোন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হারানো ছেলেকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ লাইনের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে আমাদের হেফাজতে নেয়ার পর তার বাবা-মাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ পোস্ট করি। ১ ঘণ্টার ব্যবধানে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর শিশুটিকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরে ভালো লাগছে বলে জানান তিনি।

 

শেয়ার