Top
সর্বশেষ

মেয়ের নাম যা রাখলেন তাসকিন

০১ মে, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
মেয়ের নাম যা রাখলেন তাসকিন

সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২৯ এপ্রিল নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মেয়ের বাবা হওয়ার খবরটি তাসকিন নিজেই জানিয়েছেন।

তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম।

শনিবার এক টেলিভিশন প্রোগ্রামে প্রথমবারের মতো মেয়ের নাম প্রকাশ করেন তাসকিন। মেয়ের নাম ফাতেমা আহমেদ তাইবা। তাসকিন জানান, সদ্য ভূমিষ্ঠ শিশু এবং স্ত্রী নাঈমা দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৮ সালে প্রথম পুত্র সন্তানের বাবা হন তাসকিন। ছেলের নাম রাখেন তাসফিন আহমেদ।

তাসকিন এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৪৮ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যথাক্রমে ২৫টি, ৬৭টি ও ২৩টি উইকেট নিয়েছেন।

শেয়ার