Top
সর্বশেষ

উলিপুরে তিস্তা টি-গ্রোয়েন হেড দর্শনার্থীদের পদচারণায় মুখরিত 

০৩ মে, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
উলিপুরে তিস্তা টি-গ্রোয়েন হেড দর্শনার্থীদের পদচারণায় মুখরিত 
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা বামতীর রক্ষা বাঁধ  টি-গ্রোয়েন হেডে (টি-পার্ক)  ঈদের দিন  দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।পরিবার-পরিজন নিয়ে ঘুরতে ও  ঈদ উদযাপন করতে এসেছেন এখানে। টি-গ্রোয়েন হেড এলাকা ও তিস্তা নদীর জেগে ওঠা চরে নানা মনোরম দৃশ্য দেখে আনন্দঘন সময় কাটিয়েছেন বিনোদনপ্রেমীরা।পাশাপাশি নদীর ওপারের আলীবাবা থিম পার্কে ঘুরতে যাচ্ছেন দর্শনার্থীরা। 
সরেজমিনে দেখা যায়, ঈদের দিন  হাজার হাজার মানুষ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাচ্ছেন। নিজস্ব মোটরসাইকেল, প্রাইভেট কার,ভাড়া করা পিক-আপে এসেছেন তারা।মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছে এক মহামিলন মেলা। কেউ কেউ নিজস্ব ক্যামেরা কিংবা মুঠোফোনে বিভিন্ন রঙে-ঢঙে সেলফি তুলে আনন্দ উপভোগ করতে দেখা যায়।
ঘুরতে  আসা দর্শনার্থীদের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী, চটপটি ও ফুসকা সফট ড্রিংকসসহ নানা পণ্যের দোকান বসেছিল। প্রতিটি দোকানে খাদ্যসামগ্রী কিনতে দর্শনার্থীদের ভির লক্ষ্য করা গেছে। তবে বেশি ভির ছিলো ফুসকা ও সফট ড্রিংকসের দোকানগুলোতে।
পাশেই ফুটবল প্রীতি ম্যাচের খেলা চলছিলো।সেখানে খেলা দেখা উপভোগ করছিলেন অনেক দর্শনার্থী। অনেকেই নদীর চরে হেটে সময় কাটাচ্ছেন। নৌকায় চড়ে বেড়াচ্ছেন কেউ কেউ। নদীর তীরে বাদামসহ অন্যান্য ফসলের সবুজ সমারোহে মনোরম পরিবেশে সময় কাটাতে ব্যাস্ত দর্শনার্থীরা। ওপারের বিনোদন স্পট আলীবাবা থিম পার্কে ঘুরতে যাচ্ছেন অনেকেই।
পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন নুর আলম সিদ্দিক দম্পতি। তারা নলেন,ঈদের দিনগুলো অন্যদিনের থেকে বিশেষ।বছরের অন্য সময়গুলোতে আমরা ব্যস্ত থাকি সংসার নিয়ে। ঈদ এলে মেয়েদের নিয়ে ঘুরতে বের হই।বুঝতেই পারছেন  ঈদ বলে কথা।
সেখানে দেখা গেলো নাঈম, রিয়াজ, এনামুল ও নাঈম(২) নামের চার বন্ধু মিলে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করছেন। তারা বলেন,ঈদ আসলে এখানে আসি। এবার ঘুড়ি উড়িয়ে আনন্দ করছি।জায়গাটা খুবই ভালো। নদীর পাড়ের বিকেলটা খুবই ভালো লাগছে।
স্হানীয়রা জানিয়েছে, এখানে টি-পার্ক হওয়ার পর থেকে দূরদূরান্ত থেকে মানুষ আসে। এটা আমাদের জন্য খুব ভালো লাগার একটি বিষয়। এই পার্কের কারণে আমাদের এলাকার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে।
শেয়ার