টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ ওপরে উঠল মাহমুউল্লাহ রিয়াদের দল। বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র্যাংকিংয়ে নবম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশের মতো সুখবর এসেছে শ্রীলংকা শিবিরেও। এক ধাপ উন্নতি ঘটেছে লংকানদের। দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে দ্বীপরাষ্ট্রের দেশ।
এ সংস্করণে র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে ভারত।
আইসিসির সাপ্তাহিক র্যাংকিং বলছে, ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে নয়ে শ্রীলংকা। সর্বশেষ গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দারুণ খেলছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে ভারত। ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষাবস্থান আরো সুসংসহ করেছে।
২৬৫ রেটিং পয়েন্ট ভারতের পরেই ইংল্যান্ডের অবস্থান। পাকিস্তান ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে। পরের দলগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (২৫৩), অস্ট্রেলিয়া (২৫১), নিউজিল্যান্ড (২৫০), ওয়েস্ট ইন্ডিজ (২৪০) ও ২২৬ পয়েন্ট নিয়ে দশে আফগানিস্তান ।
১৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সর্বশেষ অবস্থান ১১তম জিম্বাবুয়ে।
এদিকে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সাতেই অবস্থান করছে তামিম ইকবালের দল। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তিনে,অসিদের রেটিং পয়েন্ট ১০৭।
১০৫ ও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে চারে ও পাঁচে ভারত এবং পাকিস্তান।
বাংলাদেশের চেয়ে ৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে ছয়ে দক্ষিণ আফ্রিকা (৯৯)। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২০১৯ সালের মে থেকে ২০২২ সালের মে পর্যন্ত বিবেচনা করা হয়েছে।
তথ্যসূত্র: আইসিসি