Top
সর্বশেষ

কুমারখালীতে নদ থেকে যুবকের লাশ উদ্ধার

০৫ মে, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
কুমারখালীতে নদ থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদ থেকে মাসুদ খাঁ (৪১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কয়া ইউনিয়নের লোহার ব্রিজ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার মো. হোসেন খাঁর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গড়াই নদের লোহার ব্রিজ এলাকায় একটি লাশ ভাসতে দেখে ‘৯৯৯’ কল দেয় জনগণ। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ আড়াইটার দিকে লাশ উদ্ধার করে। এবং নৌ পুলিশ ও পিবিআই কে খবর দেয়।
 কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গড়াই নদ থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ও পিবিআই কাজ করছে।
শেয়ার