Top
সর্বশেষ

মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ড

০৫ মে, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
মাদারীপুরে ভয়াবহ অগ্নিকান্ড
মাদারীপুর প্রতিনিধি ঃ :

 

বৃহষ্পতিবার ( ৫ মে)ভোর রাতে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান ভস্মিভূত হয়।বিদুৎ সর্ট সার্কিট অগ্নিকান্ডের মূল কারণ বলে জানাযায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

  ক্ষতিগ্রস্হরা জানায়,রাত আনুমানিক তিন টার সময় একটি মুদি দোকান থেকে আগুনের সূএপাত ঘটে, পরে তা দ্রুত ছড়িয়ে যায়। রাত চারটায় মাদারীপুর ফায়ার সার্ভিস আগুন আয়ত্বে আনে।
ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা হচ্ছে – হাজী আবু কাজি, হাজী রাজ্জাক বেপারী,বোরহান তালুকদার,শহিদুল বেপারী, সেলিম হাওলাদার,শহিদুল খান ও বায়জিদ কাজি।
বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর হাওলাদার অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্হলে
না আসার কারণে আগুন দ্রুত
ছড়িয়ে পরে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায় , আগুনে তিনটি মুদি দোকান, দুইটি তরকারির দোকান,একটি ফল দোকান ও একটি পানের দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। বিদুৎ সর্ট সার্কিট অগ্নিকান্ডের মূল কারণ।
শেয়ার