শিক্ষায় আনিব বিপ্লব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলার শালিখায় তারুণ্যের শালিখা’র আয়োজনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৫মে) উপজেলা মিলনায়তনে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জাহিদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, নেচার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর খলিলুর রহমান।
প্রধান আলোচক ছিলেন মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস। বিশেষ আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক
জাহিদ হাসান জয়, তারুণ্যের শালিখার প্রতিষ্ঠাতাএস এম রিজওয়ান কাবির।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক শিকদার। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি ড. আহসান হাবীব বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রতিটা মানুষের মধ্যেই সুকুমার বৃত্তি লুকিয়ে আছে, এগুলোকে জাগিয়ে তুলতে হবে তবেই তোমাদের দ্বারা জেগে উঠবে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত এবং সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।