Top
সর্বশেষ

রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন

০৬ মে, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
রাণীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে । সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৫ই মে) সকালে পৌরশহরে বিভিন্ন সড়কে একটি শোভাযাত্রা প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের
মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর
রহমান, গেস্ট অব অনার জেলা আ.লীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।

এছাড়াও বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ ,
উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ যুগ্ন সম্পাদক
আহাম্মদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহান শাহ ইকবাল, পৌর
আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক,  মাধ্যমিক শিক্ষক সমিতির
সভাপতি রুহুল আমিন, সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান,
বিএনপি’র উপজেলা সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন, কাউন্সিলর ইসাহাক আলী, সুবর্ণজয়ন্তী
উদযাপন কমিটির আহব্বায়ক ও  বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত
প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব
মাখলাকুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক শাহিনুর রেজা প্রমূখ।
এসময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষার্থীসহ সুধীমহল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

আলোচনা শেষে ২য় পর্ব বিকালে  বিদ্যালয়টির স্মৃতিচারণ অনুষ্ঠান এবং ৩য় পর্ব রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদযাপন অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ।

শেয়ার