Top
সর্বশেষ

বাংলাবাজার ঘাট পারের অপেক্ষায় হাজার হাজার গাড়ি

০৭ মে, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
বাংলাবাজার ঘাট পারের অপেক্ষায় হাজার হাজার গাড়ি
মাদারীপুর প্রতিনিধি :

ঈদ শেষে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। দেশের দক্ষিণ বঙ্গের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে নদী পারের অপেক্ষায় ঢাকামুখী যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সকাল থেকেই যাত্রী ও যাবাহনের চাপ রয়েছে। বাংলাবাজর-শিমুলিয়া ঘাটে পারাপারের জন্য প্রায় পাচঁ শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি ও হাজারো মোটর সাইকেল পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সচল রয়েছে ৫ টি। স্বল্প সংখ্যক ফেরী সচল রাখায় এতে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীবাহী গাড়িগুলোকে দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।

বাংলাবাজার ঘাটে সকাল থেকে মোটরসাইকেল নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। তারপরও ৪ নং ঘাটের কাছে মোটরসাইকেলের লম্বা সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার সালাউদ্দিন জানান, সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেলের বেশ চাপ রয়েছে । বাংলাবাজর-শিমুলিয়া নৌরুটে মোট ৫ টি ফেরি চলাচল করছে। বাংলাবাজার ঘাটে প্রায় পাচঁ শতাধিক পণ্য ও যাত্রীবাহী গাড়ি পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে আমরা অ্যাম্বুলেন্স, রোগীবাহী যানবাহন গাড়ি জরুরি ভিত্তিতে পার করেছি। তবে ফেরি কম থাকায় কিছুটা দুর্ভোগ থেকে যাচ্ছে।

‘ভিআইপি’ সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়াল মেনে ঘাটে আসা গাড়িগুলো পার করা হয়। কোনো গাড়ি আগে পার করার সুযোগ নেই।

শেয়ার