Top
সর্বশেষ

পরকীয়া প্রেমিকসহ মাকে পুলিশে সোপর্দ করলো মেয়ে

০৭ মে, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
পরকীয়া প্রেমিকসহ মাকে পুলিশে সোপর্দ করলো মেয়ে
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পরকীয়া প্রেমিকের সাথে মাকে আপত্তিকর অবস্থায় দেখে পরকীয়া প্রেমিকসহ মাকে পুলিশে ধরিয়ে দিয়েছে এক স্কুলপড়ুয়া মেয়ে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা উত্তরপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক প্রেমিকা ওই গ্রামের পুলিশ সদস্য আল মামুন বাবুর স্ত্রী নারী (৩৪) ও পরকীয়া প্রেমিক রমজান আলী (৩৫) তাদের প্রতিবেশী।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করে পুলিশ সদস্য আল মামুন বাবু বৃহস্পতিবার কর্মস্থল গাজীপুর চলে যায়। গভীর রাতে ওই নারী দুই সন্তানের জননী ও রমজানকে ঘরের মধ্যে তার মেয়ে আপত্তিকর অবস্থায় দেখে কৌশলে বাইরে গিয়ে ঘরের দরজা আটকে দেয়। এরপর বিষয়টি স্বজনদের জানালে তারা রমজান ও ওই নারীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে তাদের গ্রেফতার করে থানা হেফাজতে রাখার পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে পরকীয়া প্রেমিক রমজান বলছেন, ওই নারীর সঙ্গে তার প্রায় ৮ বছরের সম্পর্কের এক পর্যায়ে প্রায় ৩ বছর আগে তারা পালিয়ে বিয়ে করেছিল। কিন্তু পরিবার ও এলাকার মানুষের চাপে কিছুদিন পর তাকে তালাক দেয়া হয়। পরবর্তীতে পুলিশ সদস্য স্বামী বাবু আবারও ওই নারীকে বিয়ে করেন। এরপরও তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে দাবী করেন এই পরকীয়া প্রেমিক। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার