Top
সর্বশেষ

নেকজাহান প্রিমিয়ার লীগে ফাইনালে এসএসসি ব্যাচ-২০১৪

০৭ মে, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
নেকজাহান প্রিমিয়ার লীগে ফাইনালে এসএসসি ব্যাচ-২০১৪
নজরুল ইসলাম :

নেকজাহান প্রিমিয়ার লীগে এসএসসি ২০১৫ ব্যাচকে ৬৩ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে ফাইনালে এসএসসি ২০১৪ ব্যাচ।  শনিবার সকাল ১০ টায় ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি শুরু হয়। টসে জিতে ব্যাটিং করার সিধান্ত নেন ব্যাচ-১৪।

অফ ফর্মে থাকা জুয়েলের শতরানের এক অনবদ্য ইনিংসে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মোট ১৬৮ রানের বিশাল সংগ্রহ করেন জুয়েল, শাওন,সাফায়েতরা।

১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৫ রানেই গুটিয়ে যায় এসএসসি ব্যাচ- ২০১৫। ম্যাচ শেষে ৬৩ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেন ব্যাচ-১৪।

টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাকিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এসএসসি ২০১৪ ব্যাচের জুয়েল। একাই নিজের সংগ্রহে নিয়েছেন ১০৫ রান, অপরদিকে ঠান্ডা মাথায় ৩৫ রানের এক দারুণ ইনিংস খেলে সঙ্গ দিয়ে যান ইমন।

স্কোর: ১৭৮/২ (ব্যাচ-১৪)
১১৫/৪(ব্যাচ-১৫)

ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৪ ব্যাচের একাদশের হয়ে মাঠে খেলেছেন, জুয়েল, শাওন, আহাদ, ইমন, সাফায়েত, রাকিবুল, ইমরান, সাদ্দাম, মঞ্জুরুল,আকাশ , আহসান।

ইসলামপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের ধারক ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল। শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান বরাবরই এ উপজেলায় সেরার তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। পড়াশোনা, খেলাধূলাসহ সব ক্ষেত্রেই রয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণা। প্রতি বছর ঈদ-উল ফিতরের ঈদের পর নেকজাহান প্রিমিয়ার লীগের আয়োজন করা করা হয়। এ খেলা স্কুলটির প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরেও ঈদের দ্বিতীয় দিন থেকে নেকজাহান প্রিমিয়ার লীগ-২০২২ শুরু হয়েছে।

শেয়ার